ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ও সোনামসজিদ বন্দরে বাড়তি সতর্কতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ও সোনামসজিদ বন্দরে বাড়তি সতর্কতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: দুই বিদেশি নিহত হওয়ার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সব সীমান্তে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এছাড়া দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ এলাকায় প্রশাসনের বাড়তি নজরদারি লক্ষ্য করা গেছে।



চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোনো সন্ত্রাসী বা অপরাধী  যাতে জেলার কোনো সীমান্ত দিয়ে প্রবেশ বা পালিয়ে যেতে না পারে সে জন্য সীমান্তে সতর্ক রয়েছেন তারা। এ লক্ষে জেলার ১৯টি সীমান্ত ক্যাম্পে বাড়ানো হয়েছে নজরদারি। ইতোমধ্যে ব্যাটালিয়ন থেকে অতিরিক্ত বিজিবি সদস্যদের সীমান্ত ফাঁড়িগুলোতে পাঠানো হয়েছে।

এদিকে, সোনামসজিদ স্থলবন্দরে রয়েছে বাড়তি নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি। বন্দর এলাকায় কাউকে সন্দেহভাজন মনে হলে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন অফিসার মো. সানোয়ার হোসেন এসব তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।