লালমনিরহাট: ভারতের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর তিন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালেঙ্গী গ্রামের ডেপরার ছেলে আচিমুদ্দিন (২৫), একই জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের মধ্যম কাদমা গ্রামের আব্দুল করিমের ছেলে আবুল কালাম (২০) ও সুনামগঞ্জ জেলার বিরাই উপজেলার গোবিন্দপুর এলাকার মতিউর রহমানের ছেলে ফয়েজ উদ্দিন (২৮)।
বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, ফেরত আসা ব্যক্তিরা সবাই বিভিন্ন সীমান্ত হয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হয়। সেখানে কারাভোগের পর বিকেলে ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশের উপ পরিদর্শক (এসআই) বাঁধন চন্দ্র বর্ম্মণ তাদের বাংলাদেশে পাঠান।
দেশে ফিরে আসা এসব বাংলাদেশিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
এমজেড