ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মিনা ট্র্যাজেডি

বাবার খোঁজ চায় নুরুল হুদার সন্তানেরা

সোলায়মান হাজারী ডালিম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
বাবার খোঁজ চায় নুরুল হুদার সন্তানেরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: হজ শেষ। সৌদি ‍আরব থেকে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা।

কিন্তু ফিরে আসেননি ফেনীর নুরুল হুদা দুলাল (৫৫)।

মিনায় পদদলিতের ঘটনার পর থেকেই কোনো খোঁজ নেই তার। বাংলাদেশ হজ মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ট্রাভেলস এজেন্ট সব জায়গায় খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন।

এদিকে, নিখোঁজের সংবাদে ভেঙে পড়েছেন নুরুল হুদার স্ত্রী ও ৩ সন্তান। তার সন্তানদের দাবি, যেকোনো মূল্যে বাবার খোঁজ পাওয়া।

নুরুল হুদা দুলাল ফেনী শহরের ট্রাংক রোডের খাজুরিয়া এলাকার বাসিন্দা। তার ওষুধের দোকান রয়েছে।

নুরুল হুদার বড় ছেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া নীরব বাংলানিউজকে বলেন, হাজিরা দেশে ফিরলেও তার বাবার খোঁজ নেই।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তাদের ৫ তলা বাড়ির  কাজ শেষ হয়েছে। কথা ছিল বাবা ফিরলে সে বাড়িতে ওঠার। কিন্তু বাবাও ফিরল না, সে বাড়িতেও ওঠা হলো না। কখনো সংসার নিয়ে ভাবতে দেননি বাবা। আজ বাবা মরে গেছেন কি বেঁচে আছেন তা অনিশ্চিত।

তিনি জানান, কিভাবে সংসারের হাল ধরবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন। তার ছোট ভাই নিতুল, বিভিড় এখনো পড়াশোনা করছে। মা নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন।

এদিকে, পদদলিত হয়ে নিহত ফেনীর উপজেলার চিথলিয়া ইউনিয়নের রাজষপুর গ্রামের জয়নাল আবদীনের স্ত্রী খালেদা আক্তারের (৩৪) পরিবারে চলছে শোকের মাতম।

জান্নাতুল বাকিতে তার দাফন হলেও মায়ের পথ চেয়ে আছে তার অবুঝ দুই সন্তান জোনায়িদ আবদীন শাকির (১১) ও জাকিয়া আবদীন শাফা (৬)।

একই ঘটনায় গুরুতর আহত তাদের বাবা জয়নাল আবদীন এখনো সৌদি আরবে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, মিনার ঘটনায় নুরুল হুদা ছাড়াও ফেনীর আরো নিখোঁজ রয়েছেন সোনাগাজী পৌরসভার চরগনেশ গ্রামের মৃত শেখ এজহারুল হকের স্ত্রী বিবি ফাতেমা (৬৫), শুয়াখালী এলাকার আমিনুল ইসলাম ও  ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়ানের মরহুম ওবাদুল হকের ছেলে জসিম উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।