ঢাকা: দেশব্যাপী ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৩শ ৬৬ পিস ভারতীয় শাড়িসহ একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে র্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম।
তিনি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের সর্বত্রই অপরাধ দমনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (০৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় সিলেটের মৌলভীবাজার সদর থানা এলাকার শমসেরনগর সড়কে অভিযান চালিয়ে ভারতীয় শাড়িসহ মুনসুর আলীকে (২৬) গ্রেফতার করা হয়।
অভিযানে একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। জব্দ করা ভারতীয় শাড়ির আনুমানিক মূল্য ১১ লাখ ৮৯ হাজার টাকা।
অপর দিকে, রোববার (০৪ অক্টোবর) কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন কমলপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১শ ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব-১৪ এর একটি দল।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসজেএ/এএ