নীলফামারী: বেতন বৈষম্যের অভিযোগ তুলে পাঁচ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) জেলার কিশোরগঞ্জ উপজেলা শাখা।
সোমবার (০৫ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন-ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) কিশোরগঞ্জ শাখার সভাপতি মাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ফারিয়ার সদস্য কামরুল ইসলাম, আবু বকর সিদ্দিক, আসাদুজ্জামান, ভুপতি চন্দ্র প্রমুখ।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-চাকরির নিশ্চয়তা প্রদান, জাতীয় পে-স্কেল অনুযায়ী সপ্তম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, মূল্যস্ফীতির কথা বিবেচনা করে টিএ/ডিএ প্রদান, সাপ্তাহিক ছুটি ও জাতীয় সব ছুটি সুবিধা দেওয়া এবং ফারিয়াকে সরকারের অনুমোদন, নিবন্ধন ও স্বীকৃতি প্রদান।
মানববন্ধনের আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
টিআই