ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
নেত্রকোনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ৩

নেত্রকোনা: নেত্রকোনা পৌর শহরের সাতপাই লেভেল ক্রসিং এলাকায় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে একটি ট্রাক লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনা-মোহনগঞ্জগামী লোকাল ট্রেন মহুয়া এক্সপ্রেস, ট্রাকটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।



আহতরা হলেন-পূর্বধলা উপজেলার সবুজ (৪৫), কাঞ্চনপুর গ্রামের জামালের ছেলে সাহেদ (৪০), ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার আব্দুল হেকিমের ছেলে মোবারক (২০)।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত স্বপন পাল বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে সবুজকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ও বাকিদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশা ও অটোরিকশার ভীড়ে ট্রাকটি লেভেল ক্রসিংয়ের কাছে এসে পার হতে না পেরে থেমে যায়। এ সময় ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ওই তিনজন আহত হন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম বাংলানিউকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।