ময়মনসিংহ: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নাম ব্যবহার করে প্রচারণা ও কার্যক্রম চালানোর অভিযোগে গ্রেফতার হওয়া ৬ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (০৫ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ৪নং আমলী আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ১০ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন- আব্দুর রশিদ, হায়দার আলী (৩৮), হেলাল উদ্দিন (২০), জুনাঈদ (২৬), মাসুদ মিয়া (২২) ও মজিবুর রহমান (২০)। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বিকেল সাড়ে ৪টায় এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে দুপুর সোয়া ২টার দিকে ওই ছয়জনকে ময়মনসিংহের ৪নং আমলী আদালতে হাজির করা হয়।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯’র (সংশোধনী ২০১২) ৬/৭/৮/৯/১১/১৪ ধারায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে এ ৬ জনকে আদালতে পাঠানো হয়। পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার গ্রেফতার মোল্লা ফয়সাল, মিজানুর ও বদিউল হাসানেরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে একই আদালত।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আইএ
** ময়মনসিংহে জঙ্গি সন্দেহে কিশোর আটক
** ঈশ্বরগঞ্জে আইএস সদস্য সন্দেহে আটক ৮
**‘সরকারকে বিব্রত করতেই আইএস নাম ব্যবহার’
** আইএস সন্দেহে গ্রেফতার তিনজনের রিমান্ড মঞ্জুর
** আইএস মোড়কে সংগঠিত হওয়ার মিশন ছিলো শিবিরের
** ছয়জনের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ