ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে যৌতুক না পেয়ে গৃহবধূর চুল কর্তন

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
বদরগঞ্জে যৌতুক না পেয়ে গৃহবধূর চুল কর্তন মৌসুমী আক্তার

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় যৌতুক চেয়ে না পেয়ে মৌসুমী আক্তার নামে এক কিশোরী গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

শুক্রবার (২ অক্টোবর) উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর পশ্চিম পাড়ার নূর ইসলামের ছেলে গোলাম মোস্তফা ও তার পরিবারের লোকজন মৌসুমীকে মারধর করে চুল কেটে দেয়।



এ ঘটনায় রোববার তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় অভিযোগ করেন মৌসুমীর মা।

স্থানীয় সূত্র জানায়, গোপালপুর মুসলিমপাড়ার আব্দুল সাত্তারের নবম শ্রেণিতে পড়ুয়া কিশোরী মেয়ে মৌসুমীকে  প্রায় ৮ মাস আগে তুলে নিয়ে বিয়ে করেন গোলাম মোস্তফা। পরে মৌসুমীকে বাড়িতে বন্দি করে রাখা হয়। তার সঙ্গে বাবা-মায়ের যোগাযোগ করতে দেওয়া হতো না।

একপর্যায়ে মৌসুমীর বাবার কাছ থেকে যৌতুক হিসেবে ১৬ লাখ টাকা দারি করেন গোলাম মোস্তফা ও তার পরিবার। কিন্তু টাকা দিতে না পারায় গত শুক্রবার মৌসুমীকে মারধর করে মাথার চুল কেটে দেয় স্বামী, শ্বশুর নূর ইসলাম ও শাশুড়ি গোলো বেগম।

পরে রোববার সকালে মৌসুমী পালিয়ে এসে বাবার বাড়িতে আশ্রয় নেয়। পরে তার মা আঞ্জুয়ারা বেগম বদরগঞ্জ থানায় তিন জনের বিরুদ্ধে অভিযোগ করেন।

এদিকে, মৌসুমীর অভিযোগ, প্রতিনিয়ত তাকে অ্যাসিডে ঝলসে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া নির্যাতন ও চুল কাটার কথা না বলতে প্রাণনাশের হুমকি দিচ্ছে স্বামী।

এ ব্যাপারে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বাংলানিউজকে বলেন, বিষয়টি তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) নাজমুল কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তিনি অসুস্থ থাকায় তদন্তে কিছুটা দেরি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।