ঢাকা: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদের খনন কাজ শুরু করেছে। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন করেন।
খনন কাজ শেষ হলে লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদে আগত হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় কাজ এবং নৌপথে যাতায়াতে সুবিধা হবে।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান সোমবার (০৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআইডব্লিউটিএ ব্রহ্মপুত্র নদের লাঙ্গলবন্দ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে নয়াঘাট পর্যন্ত প্রাথমিকভাবে দুই কিলোমিটার নৌ-পথের ১৩টি ঘাট পয়েন্টে প্রায় সাড়ে তিন লাখ ঘনমিটার মাটি/বালি খনন করবে। এতে ব্যয় হবে প্রায় ছয় কোটি টাকা।
নৌপরিবহন মন্ত্রী তার বক্তব্যে বলেন, নদীমাতৃক বাংলাদেশের নাব্যতা উন্নয়নের লক্ষ্যে ২ হাজার ৪৮ কোটি টাকা ব্যয়ে ২০টি ড্রেজার সংগ্রহ করা হবে। সরকারের গত মেয়াদে ১৪টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে নদী প্রাণ ফিরে পাচ্ছে, ৫৩টি নৌপথ খননের জন্য সাড়ে ১১ হাজার কোটি টাকার খনন কাজ চলছে।
নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুল হাই ও বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসকেএস/এমজেএফ