ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
ভোলায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার, আটক ৩ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলার বোরহানউদ্দিনে গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচয়ে অপহরণের ৪৮ ঘণ্টা পর মাঈনুদ্দিন নামে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার (৫ অক্টোবর) ভোরে তাকে উদ্ধার করা হয়।

বিকেলে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।  
 
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। তারা হলেন- জাকির, আফনান ও রিয়াজ। আটকরা সবাই উপজেলার বোরহানগঞ্জের বাসিন্দা।
 
পুলিশ সুপার জানান, ৩ অক্টোবর ভোলার বোরহানউদ্দিনের ফুল কাচিয়া গ্রামে ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্কুল ছাত্র মাঈনুদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চক্র। পরে তাকে বোরহানউদ্দিনের উদয়পুর এলাকায় একটি ইটভাটায় নিয়ে নির্যাতন করে স্কুলছাত্রের পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে চক্রটি।  
 
স্কুলছাত্রের পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে সোমবার ভোরে অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করে। এ সময় অপহরণ  জাকির, আফনান ও রিয়াজকে আটক করা হয়।
 
আটকরা মানবপাচার চক্রের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।
 
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।