ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা ওহিদের ৪৪তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
মুক্তিযোদ্ধা ওহিদের ৪৪তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার মুক্তিযোদ্ধা শহীদ ওহিদুজ্জামান ওহিদ

ফরিদপুর: মুক্তিযোদ্ধা শহীদ ওহিদুজ্জামান ওহিদের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী মঙ্গলবার (৬ অক্টোবর)।

এ উপলক্ষে মঙ্গলবার শহীদ ওহিদ স্মৃতি সংসদের উদ্যোগে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।



শহীদ ওহিদুজ্জামান ১৯৭১ সালে এসএসসি পরীক্ষার্থী থাকা অবস্থায় জুলাই মাসে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। তিনি ৮ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেন। যুদ্ধকালীন ওহিদুজ্জামান ১৯৭১ সালের ৬ অক্টোবর শবেবরাতের রাতে গোপনে মায়ের সঙ্গে দেখা করতে এলে রুটি খাওয়া অবস্থায় স্থানীয় রাজাকার ও তাদের সহযোগীদের সহায়তায় পাকিস্তানিরা গুলি করে তাকে নির্মমভাবে হত্যা করে।

যুদ্ধের পরে তাকে সরকার শহীদের মর্যাদা দেয়। শহীদ ওহিদুজ্জামানের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের গোন্দারদিয়া গ্রামে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।