ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ছবি: প্রতীকী

সিলেট: সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করেছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। হানিফ পরিবহনের বাস কাউন্টারে অগ্নিসংযোগ ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে এ ধর্মঘট আহ্বান করে সংগঠনটি।



সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমিতির সভাপতি সেলিম আহমদ ফলিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, হানিফ কাউন্টারে হামলা ও অগ্নিসংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (০৫ অক্টোবর) পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম।

ঘোষিত সময়ের মধ্যে কোনো ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে ধর্মঘট আহ্বান করা হয়েছে বলেও দাবি করেন ওই শ্রমিক নেতা।

গত শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টায় নবীগঞ্জের সৈয়দপুরে ট্রাকের সঙ্গে হানিফ পরিবহনের বাসের দুর্ঘটনায় ৭ জন নিহত হন।
 
এতে আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ পলাশের স্ত্রী ও পুত্র সন্তান এবং এক সেনা সদস্যসহ ৭জন নিহত হন। এরপর রাত আড়াইটার দিকে একদল মোটরসাইকেল আরোহী কদমতলীতে হানিফের কাউন্টারে অগ্নিসংযোগ করে।

পরদিন ঘটনার প্রতিবাদে সভা করে পরিবহন শ্রমিক সমিতি। তারা দায়ীদের শাস্তির দাবিতে সোমবার পর্যন্ত সময় বেঁধে দেয়।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।