ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় প্রথমবারের মতো ‘মিড ডে মিল’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
মাগুরায় প্রথমবারের মতো ‘মিড ডে মিল’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরা সদরের ধর্মদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু হয়েছে। জেলার মধ্যে এ স্কুলেই প্রথম এ কর্মসূচি চালু হলো।



স্কুলের নিজস্ব অর্থায়নে এ কর্মসূচি চালু হয়েছে। এ কর্মসূচির আওতায় ওই বিদ্যালয়ের তিনশ’ শিক্ষার্থীকে প্রতিদিন দুপুরের খাবার সরবরাহ করা হবে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মাহবুবর রহমান।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি দীপ্ত সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ারুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম সিরাজুদ্দোহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু, শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা জানায়, এ বিদ্যালয়টির মালিকানায় ১৪ দশমিক ১৪ একর জমি রয়েছে। এ জমির আয় থেকেই নিয়মিত এ মিড ডে মিল চালুর ঘোষণা দেওয়া হয়েছে। তবে তারা বিভিন্ন সময়ে বিদ্যালয়ের বেহাত হয়ে যাওয়া প্রায় পাঁচ একর জমি পুনরুদ্ধারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।  

এ সময় তারা বিদ্যালয়ের জমি দাতা প্রিয়নাথ সাহা ও অধর চন্দ্র সাহার স্মৃতি সংরক্ষণের আহ্বান জানান।   

বিদ্যালয়ের  ছাত্র নয়ন, প্রদীপ সাহা, সাথি বিশ্বাস, মলয় সাহা, মুন্নি বেগম বলে, ‘আগে স্কুলে আসলে শুধু চিন্তা থাকতো কখন বাড়ি যাবো। দুপুরের পর থেকেই ক্ষুধায় প্রাণ যায় যায়। কিন্তু ক্লাস ছুটি না হওয়া পর্যন্ত বাড়ি যাওয়া যাবে না। তাই ক্ষুধা নিয়েই বিকেল ৪টা পর্যন্ত ক্লাস করতে হতো’।

তারা আরো বলে, ‘দুই একদিন সামান্য নাস্তা খেতে পেলেও অধিকাংশ দিন না খেয়ে থাকতে হয়। ফলে বিকেলের ক্লাসে লেখাপড়াও ভাল হতো না। এখন দুপুরে কিছু খেতে পারলে শরীরও সুস্থ্য থাকবে। পড়ালেখায় মনও বসবে। ’

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।