ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বাগমারায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
বাগমারায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলায় রেজাউল করিম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৯ মাসের কারদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতে।

সোমবার (০৫ অক্টোবর) আটকের পর দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

এ সময় দোষ স্বীকার করলে তাকে কারাদণ্ড দেওয়া হয়।     

রেজাউল করিম উপজেলার আউচপাড়া ইউনিয়নের কোন্দা গ্রামের মৃত আব্দুর রহিম মোল্লার ছেলে। সাজার পর বিকেলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠিয়েছে বাগমারা থানা পুলিশ।

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গতকাল রোববার (০৪ অক্টোবর) গভীর রাতে কোন্দা গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ রেজাউলকে আটক করা হয়।  

পরে সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করার পর আদালত তাকে কারাদণ্ড দেয়।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।