ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

আখাউড়া বন্দরে বিদেশি নাগরিকদের পুলিশি নিরাপত্তা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
আখাউড়া বন্দরে বিদেশি নাগরিকদের পুলিশি নিরাপত্তা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসা বিদেশি নাগরিকদের দেওয়া হচ্ছে পুলিশি নিরাপত্তা।

আখাউড়া চেকপোস্ট  হয়ে বাংলাদেশে আসা পাসপোর্টধারী বিদেশিদের বিশেষ পুলিশি পাহারায় পৌঁছে দেওয়া হচ্ছে নির্দিষ্ট গন্তব্যে।



এছাড়া বিদেশি নাগরিকদের নিরাপত্তা দিতে আখাউড়া চেকপোস্টসহ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।

এছাড়া মোটরসাইকেলযোগে পুলিশকে যাত্রীবাহী যানবাহনের আগে-পিছে পাহারা দিতে দেখা গেছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইসমত আরা এনি বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, উপজেলার সবকটি আবাসিক হোটেলকে সতর্ক করা হয়েছে। যদি কোনো বিদেশি নাগরিক হোটেলে  অবস্থান করেন, তাহলে পুলিশকে জানাতে বলা হয়েছে। যাতে যেকোনো সমস্যায় দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

আখাউড়া চেকপোস্টের ইমিগ্রেশন অফিসার ফরিদ আহম্মেদ বলেন, তাদের প্রতি নির্দেশনা রয়েছে চেকপোস্ট দিয়ে আসা বিদেশি নাগরিকদের পুলিশি নিরাপত্তায় পৌঁছে দিতে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম বলেন, সীমান্তে বিজিবি সার্বক্ষণিক সতর্ক দৃষ্টি রাখছে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।