মেহেরপুর: মেহেরপুরের তিন উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে।
সোমবার (০৫ অক্টোবর) বেলা ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হাসান।
ভূমি আইন ও ভূমি উন্নয়ন কর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও ভূমি অফিসের সব ধরণের সেবা নিশ্চিতকরণে এ মেলার আয়োজন করা হয়েছে।
এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান।
এরআগে মেলা উপলক্ষে একটি র্যালি গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন ইউএনও বরুন কুমার মণ্ডল।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এএটি/এসআর