লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১২ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কাকিনা মহিপুর বাইপাস সড়কের হাকিমের পাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল গ্রামের আব্দুর রশিদের ছেলে এনামুল হক (২৫) ও একই উপজেলার টংভাঙা গ্রামের মতিয়ার রহমানের ছেলে আলামীন মিয়া (২১)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাজ্জাতুল ইসলাম সাজ্জাত বাংলানিউজকে জানান, মাদকচক্রটি পিকআপ ভ্যানে করে গাঁজা নিয়ে কাকিনা মহিপুর সড়ক হয়ে রংপুর যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পুলিশের একটি দল হাকিমের ফিলিং স্টেশনের সামনে পিকআপ ভ্যানটি আটকায়। এ সময় পিকআপ ভ্যানের ভেতর তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার এবং এনামুল ও আলামীনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
এএটি/আরএম