ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গাড়ি চুরি চক্রের তিন সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
রাজধানীতে গাড়ি চুরি চক্রের তিন সদস্য আটক ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে গাড়ি চুরি চক্রের তিন সদস্যকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ। আটককৃতরা হলেন- মোহাম্মদ আলী (৩২), খোকন (৩০) ও সুমন (৪০)।



এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি গাড়িও উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৪ অক্টোবর) দিবাগত রাতে এ অভিযান চালিয়ে চক্রের সদস্যদের আটক করা হয়।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২২ সেপ্টেম্বর উত্তর বাড্ডা এলাকায় ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের বাসার সামনে থেকে টয়োটা ইনোভা প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-চ ৫১-৭৮৯৫) চুরি হয়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন তিনি।

এসআই বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কদমতলী থানার মোহাম্মদ বাগ এলাকার বিসমিল্লাহ গ্যারেজ থেকে গাড়ি চুরি চক্রের তিন সদস্যকে আটক ও চুরি হওয়া গাড়ি উদ্ধার করতে সক্ষম হই।

আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃতরা এর আগেও একাধিকবার গাড়ি চুরি করেছে বলেও স্বীকার করেছে বলেও জানান এসআই আমিনুল।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।