ঢাকা: গাইবান্ধার সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, কারো এমন কোনো কাজ সহ্য করা হবে না, যাতে আমাদের সরকারের অর্জন নষ্ট হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার(৫ অক্টোবর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় এ নির্দেশ দিয়েছেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসালাম লিটনের ছোড়া গুলিতে এক স্কুলছাত্রের আহত হওয়ার ঘটনা বৈঠকে আলোচনা প্রসঙ্গে উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগে তার ভূমিকা ভালো ছিলো। কিন্তু আমাদের অর্জন বিনষ্ট করবেন যারা, তাদের এ ধরনের কোনো কাজ তো আমরা সহ্য করতে পারি না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মনজুরুল ইসলাম লিটনকে পাওয়া যাচ্ছে না বলে কথা উঠলে প্রধানমন্ত্রী বলেন, তিনি হয়তো কোথাও লুকিয়ে আছেন। তার অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।
সূত্র আরও জানায়, বৈঠকে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের বিষয় নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনার সঙ্গে বিএনপি-জামায়াতের যোগসূত্র রয়েছে বলে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা তো জানি, কারা দেশকে অস্থিতিশীল করতে চায়, কারা সমস্যা সৃষ্টি করতে চায়। জামায়াত-বিএনপি তো আর বসে নেই। ১৬ কোটি মানুষের দেশ। বিশ্বের অনেক উন্নত দেশেও এ ধরনের ঘটনা ঘটছে। তারা কি আগে থেকে বুঝতে পারে, এ ধরনের ঘটনা ঘটবে? আবার ওইসব দেশে এ ধরনের ঘটনা ঘটলে আমরা বা অন্য কোনো দেশ কি রেড এলার্ট জারি করে? পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আমাদের সরকারের আর তিন বছর তিন মাস আছে। এই সময়ে যে অগ্রগতি হয়েছে সেটাকে ধরে রাখতে হবে। পাশাপাশি অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হবে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মান ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের দেওয়া ‘আইসিটি অ্যাওয়ার্ড’ পাওয়ায় তাকে বৈঠকে অভিনন্দন জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের সকলের গৌরবের বিষয় এটি। সবাই মিলে কাজ করতে পেরেছি বলেই এটা সম্ভব হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসকে/এএসআর
** কলেজের সভাপতিত্ব হারালেন এমপি হান্নান-লিটন