ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

হরিনাকুণ্ডুতে ধর্ষণের অভিযোগে স্কুলছাত্রীর মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
হরিনাকুণ্ডুতে ধর্ষণের অভিযোগে স্কুলছাত্রীর মামলা

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মাইক্রোবাসে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে খায়রুল ইসলাম (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে ওই স্কুলছাত্রী বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় মামলাটি দায়ের করেন।



খায়রুল ইসলাম ঝিনাইদহ পৌর এলাকার কাঞ্চনপুরের বাসিন্দা। তিনি পেশায় মাইক্রোবাসের চালক।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর বাংলানিউজকে জানান, খায়রুল ইসলামের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। ২৮ সেপ্টেম্বর রাতে ওই স্কুলছাত্রীকে উপহার দেওয়ার কথা বাড়ির বাইরে ডেকে আনেন তিনি।

বাড়ির বাইরে এলে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে নির্জন স্থানে ধর্ষণ করেন ওই যুবক। পরে, শেষ রাতের দিকে স্কুলছাত্রীকে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে রাস্তায় ফেলে রেখে যান তিনি।

স্থানীয়রা স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে পৌঁছে দেয়। এ ঘটনায় সোমবার দুপুরে স্কুলছাত্রী বাদী হয়ে খায়রুলের নামে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা দায়ের করেন।

ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।