ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ইলিশ মাছ ও কারেন্ট জাল জব্দ, ৩ জেলের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
ফরিদপুরে ইলিশ মাছ  ও কারেন্ট জাল জব্দ, ৩ জেলের জরিমানা

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় তিন জেলেকে পনের হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আটক করা হয়েছে দেড় মন ইলিশ।

জব্দ করা হয়েছে ৮শ’ মিটার কারন্টে জাল।

রোববার (০৪ অক্টোবর) দিনগত রাত ১০টা থেকে সোমবার (০৫ অক্টোবর) ভোর ৪টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী।

অভিযানকালে আদালত উপজেলার হরিরামপুর ইউনিয়নের শালেপরের মোল্লা ডাঙ্গী গ্রামের তিন সহোদর জেলে আয়নাল, জয়নাল ও ছেহেরকে আটক করে। তাদের প্রত্যেককে পাঁচ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দ করা কারেন্ট জাল গোপালপুর ঘাটে এনে পোড়ানো হয়েছে। এছাড়া দেড় মন ইলিশ স্থানীয় দু’টি মাদ্রাসায় বিতরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী হাকিম পারভেজ চৌধুরী বাংলানিউজকে বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০’র ৩ বিধান লঙ্ঘন করায় ওই তিন জেলেকে এ জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।