রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সাপের কামড়ে হাসিব মল্লিক (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বহরপুরে এ দুর্ঘটনা ঘটে।
পারভেজ মল্লিক বহরপুরের আব্দুর রাজ্জাক মল্লিকের ছেলে। সে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ ঘোষ বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে যায় পারভেজ। সেখানে তাকে বিষধর সাপ কামড় দেয়।
প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে বিকেল ৫টার দিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাকে। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
এমজেড