লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের মাধ্যমে নোয়াখালীকে বিভাগ করার দাবি জানিয়েছেন লক্ষ্মীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও জনপ্রতিনিধিরা।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাত করে এ দাবি জানান তারা।
এ সময় লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলা নিয়ে নোয়াখালী বিভাগ গঠনের বিভিন্ন যৌক্তিকতা তুলে ধরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার কাজল কান্তি, কমলনগর উপজেলা চেয়ারম্যান সৈয়দ শামছুল আলম, রায়পুর উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, রায়পুর পৌরসভার মেয়র এবিএম জিলানী, লক্ষ্মীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি নুর নবী চৌধুরী, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মাইন উদ্দিন পাঠান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রতন লাল ভৌমিক, জেলা কমিউনিটি পুলিশের সদস্য সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদ, আইনজীবী রাসেল মাহমুদ মান্না, সাংবাদিক কামাল হোসেন, মহি উদ্দিন মুরাদ, এম জে আলম, মো. কাউছার, আবুল কালাম আজাদ ও কাজল কায়েস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসআর