রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুল আউয়ালের চুরি যাওয়া প্রাইভেটকারটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার গোলাকান্দাইল হাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।
এরআগে, চলতি বছরের ১০ সেপ্টেম্বর রাতে সিলেটের বিয়ানীবাজার থানার চন্দ এলাকা থেকে প্রাইভেটকারটি চুরি হয়।
বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১০ সেপ্টেম্বর রাতে বিয়ানীবাজার থানার চন্দা এলাকা থেকে গাড়িটি চুরি হয়। এ ঘটনায় ২০ সেপ্টেম্বর বিয়ানীবাজার থানায় চুরির মামলা করা হয়। সোমবার বিকেলে রূপগঞ্জের গোলাকান্দাইল হাট এলাকায় অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এএটি/এসআর