ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

৫ দফা দাবিতে রায়পুরে ফারিয়া’র মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
৫ দফা দাবিতে রায়পুরে ফারিয়া’র মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: বেতন নির্ধারণসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) মানববন্ধন করেছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



পরে ফারিয়া’র সদস্যরা ইউএনও শারমিন আলমের কাছে এসব দাবি সংবলিত স্মারকলিপি দেন। এ সময় সংগঠনের সভাপতি মহানন্দ অধিকারী ও সাধারণ সম্পাদক সুলতান নাছির উদ্দিনের নেতৃত্বে ফারিয়া’র শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।