ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার জিএমসি ডিগ্রি কলেজে শহীদ মিনারের নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে।
সোমবার (০৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে এলজিএসপি প্রকল্পের অর্থায়নে এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জিএমসি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. আবুল কাশেম মীর, উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান ফিরোজ, পীরহাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, কলেজ পরিচালনা কমিটির সদস্য সুব্রত কুমার দাস, কলামিস্ট রেজাউল হক মিন্টু, মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব আব্দুল কুদ্দুস, প্রভাষক রকিবুল হাসান বিদ্যুৎ ও ইউপি সদস্য ওসমান গণি।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এএটি/আরএ।