ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা বাবুল চক্রবর্তীর পরলোকগমন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
মুক্তিযোদ্ধা বাবুল চক্রবর্তীর পরলোকগমন

নেত্রকোনা: নেত্রকোনার দক্ষিণ সাতপাই এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা বাবুল চক্রবর্তী (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন।

সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



এর আগে সকালে সাতপাই নিজ বাসভবন থেকে তাকে অসুস্থাবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, গার্ড অব অনার দেওয়ার পর মুক্তিযোদ্ধা বাবুল চক্রবর্তীর শবদেহ সোমবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সাতপাই শ্মশান ঘাটে সৎকার করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।