ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

‘শিশুর বাসযোগ্য রাষ্ট্র গঠন করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
‘শিশুর বাসযোগ্য রাষ্ট্র গঠন করতে হবে’ ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিশুর বাসযোগ্য রাষ্ট্র গঠন করতে হবে। এজন্য সব রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


 
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালার সেমিনার হলে বিশ্ব শিশু দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বক্তারা।
 
‘শিশু অধিকার প্রতিষ্ঠা, শিশু নির্যাতন প্রতিরোধ ও শিশুর উন্নয়নে করণীয়’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।
 
খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে বৈঠকে ধারণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মমতাজ উদ্দীন পাটোয়ারী।
 
গোলটেবিল বৈঠকে আলোচনা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বাংলাদেশের কমিউনিস্ট পাটির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবীব লাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, মনি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সভাপতি শেখর দত্ত, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি ঝুনা চৌধুরী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম।
 
আলোচনায় আরও অংশ নেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী, কামাল চৌধুরী, নূরুর রহমান সেলিম, অধ্যাপক প্রণয় সাহা, আব্দুল মতিন ভূঁইয়া ও হান্নান চৌধুরী, সহ সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু, সম্পাদকমণ্ডলীর সদস্য সুনীল কুমার সরকার মিন্টু, খেলাঘর নোয়াখালী জেলা কমিটির উপদেষ্টা জালাল আহম্মেদ এবং খেলাঘরের ছোট্ট বন্ধু আফিয়া হুমায়রা জেবু ও শাহিদা মনির মিম।

বৈঠকটি সঞ্চালনা করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ।

শিশুদের জন্য পৃথক মন্ত্রণালয় ও অধিদফতর করা এবং শিশু সুরক্ষায় খাদ্য নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানসহ যাবতীয় অধিকার নিশ্চিতের দাবি জানান বক্তারা।
 
তারা বলেন, এজন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের অনেক দায়িত্ব রয়েছে। অভিভাবক ও সমাজপতিদের সচেতনতার সঙ্গে সঙ্গে প্রতিটি শিশুর বাসযোগ্য রাষ্ট্র গঠনে রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসইউজে/আরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।