ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে রাজাকার জয়নাল আবেদীন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
নোয়াখালীতে রাজাকার জয়নাল আবেদীন গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: মানবতাবিরোধী অপরাধের মামলায়  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারির পর আরেক রাজাকার জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সুধারাম থানা পুলিশ।



গ্রেফতারকৃত রাজাকার জয়নাল আবেদীন সৈয়দপুর গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এরআগে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ইজদীর উত্তর ফকিরপুরের নিজ বাসা থেকে রাজাকার আমীর আহম্মেদ ওরফে আমীর আলীকে গ্রেফতার করা হয়।

সোমবার সকালে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে নোয়াখালীর সুধারামের ৫ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারপতি মোহাম্মাদ আনোয়ার উল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল।

রাজাকার আমীর আলী এ মামলার প্রধান আসামি। অন্য ৪ আসামি হলেন, আবুল কালাম ওরফে এ কে এম মনসুর, মো. ইউসুফ, মো. জয়নাল আবেদীন ও মো. আব্দুল কুদ্দুস।

মুক্তিযুদ্ধ চলাকালে নোয়াখালীর সুধারামে ১১১ জনকে হত্যা-গণহত্যার ৩টি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
‌এসআর/

** নোয়াখালীতে রাজাকার আমীর আলী গ্রেফতার
** নোয়াখালীর পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।