ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ৫ দফা দাবিতে ফারিয়া’র মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
সিরাজগঞ্জে ৫ দফা দাবিতে ফারিয়া’র মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: বেতন বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে সিরাজগঞ্জে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা মানববন্ধন করেছেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এ সময় বক্তব্য রাখেন- পপুলার ফার্মার রিপ্রেজেন্টেটিভ মো. সুমন রহমান, ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টেটিভ রফিকুল ইসলাম, সেপটিক ফার্মার রিপ্রেজেন্টেটিভ মো. মাসুম প্রমুখ।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বর্তমান যে বেতন-ভাতা দেওয়া হচ্ছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এ বাজারে তা দিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবন চালানো কঠিন হয়ে পড়েছে। তাই সেবামূলক এ পেশায় নিয়োজিত অনেককেই এখন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অন্য পেশার চেয়ে আমাদের অবহেলার দৃষ্টিতে দেখা হচ্ছে।

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দূরাবস্থার কথা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।

মানববন্ধন শেষে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।