ঢাকা: রাজধানীর ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে (আজিসিসি) বৃহস্পতিবার (০৮ অক্টোবর) নজরুল সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশান-১ এ আইজিসিসি-তে শুরু হওয়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ড. প্রদীপ কুমার নন্দী।
সোমবার (০৫ অক্টোবর) বিকেলে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী ড. প্রদীপ কুমার নন্দী বাংলাদেশ টেলিভিশনের একজন নিয়মিত শিল্পী।
বেসরকারি শান্তা মরিয়ম বিশ্ববিদ্যালয়ের মিউজিক বিভাগে ও সরকারি মিউজিক কলেজ এবং বুলবুল ললিতকলা একাডেমিতে নজরুল সঙ্গীতের শিক্ষক হিসেবে শিক্ষকতা করছেন।
২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে নজরুল সংগীত নিয়ে কৃত্বিত্তের সঙ্গে পাস করেছেন ড. নন্দী। তার নজরুল সংগীতের দুটি সলো অ্যালবাম এবং দুটি বই প্রকাশিত হয়েছে।
এদিকে সংগীত সন্ধ্যা সবার জন্য উন্মুক্ত থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কোনো ব্যাগ নিয়ে অনুষ্ঠানস্থলে না আসার পরামর্শ দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
পিআর/এমএ/