ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কদমতলী পাসপোর্ট অফিসের ৮ দালালকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
কদমতলী পাসপোর্ট অফিসের ৮ দালালকে কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৮ দালালকে আটক ও কারাদণ্ড প্রদান করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মোস্তফা কামাল ওরফে কামাল (২৯), মো. শাহিন (৪৫), মো. মোস্তফা আলম (৪০), মো. জাফর (৪৫), মো. ওয়াসিম আকরাম ওরফে ওয়াসিম (৩০), মো. আনোয়ার হোসেন বাবু (৩৩), মো. সজিব (২৭) এবং মো. শাহীন মাহমুদ ওরফে সোহেল (৩০)।



সোমবার (৫ অক্টোবর) রাজধানীর কদমতলীর রায়েরবাগ এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিসে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বাংলানিউজকে জানান, আঞ্চলিক পাসপোর্ট অফিসে স্বল্প সময়ে পাসপোর্ট করানোর নামে নিরীহ জনসাধারণকে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন দালাল চক্রটি। সরকারি কাজে বিঘ্ন ঘটানোর অপরাধে ১৮৬০ সালের দণ্ডবিধি অনুযায়ী, তাদের প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।  

তিনি আরও জানান, অভিযান পরিচালনাকালে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানায়, পাসপোর্ট অফিসে সিন্ডিকেট তৈরি করে দীর্ঘদিন ধরে সাধারণ জনগণকে স্বল্প সময়ে পাসপোর্ট করিয়ে দেওয়ার নামে মোটা অংকের টাকা নিয়ে প্রতারিত করে আসছিলেন তারা।

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে এবং র‌্যাব-১০ এর সিনিয়র এএসপি মো. জিল্লুর রহমানের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত আভিযানটি পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
এসজেএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।