ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বেসরকারি হাসপাতালে শুধু মুনাফা নয়, গরিবকে সেবাও দিতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
বেসরকারি হাসপাতালে শুধু মুনাফা নয়, গরিবকে সেবাও দিতে হবে ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসরকারি হাসপাতালে শুধু মুনাফা নয়, গরিব ও সাধারণ মানুষকে সেবাও দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

দেশকে তামাকচাষ মুক্ত হিসেবে গড়ে তুলতে শিগগিরই মন্ত্রাণলয়ে বিভিন্ন সংস্থাকে নিয়ে বৈঠক করবেন বলেও জানান তিনি।



সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নবনির্মিত ন্যাশনাল এন্টি টিবি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নাটাব) ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

মন্ত্রী জানান, তামাকচাষ মুক্ত দেশ গড়ে তুলতে নাটাবসহ বেসরকারি সংগঠনগুলোকে শিগগিরই তিনি মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানাবেন।

স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি হাসপাতালগুলোকে উদ্দেশ্য করে বলেন, শুধু মুনাফা নয়, সাধারণ মানুষের সেবার দিকেও নজর দিতে হবে।

দেশের বড় বড় বেসরকারি হাসপাতালগুলো রক্ত পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় যে চড়া মূল্য রাখা হয় তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

বক্তৃতায় তিনি বলেন, চিকিৎসা সেবার চড়া মূল্য কমিয়ে আনতে হবে। শুধু সরকারি হাসপাতালের সেবা দিয়ে বিপুল জনগোষ্ঠীর চিকিৎসা নিশ্চিত করা সম্ভব নয়।

নাটাবের উদ্যোগে সিনিয়র সিটিজেন হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, এখানে সাধারণ মানুষের চিকিৎসার সুব্যবস্থা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোফাজ্জল হোসাইন পিন্টু। আরও বক্তব্য দেন, ডা. সানমুন ত্বাহা, রোটারি আঞ্চলিক সমন্বয়ক রফিক সিদ্দিকী, সেগুফতা সুলতানা ও নাটাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুদ্দিন আহমদ মুকুল।

অনুষ্ঠান শেষে মন্ত্রী নবনির্মিত ১০তলা নাটাব ভবনের ফলক উন্মোচন করেন। এসময় মন্ত্রীর সঙ্গে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
‌এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।