বরিশাল: বরিশালে ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর আমতলার মোড় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে সুমন সরদার (৩২) ও উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে মিজানুর রহমান (২৭)।
বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিহির বাংলানিউজকে জানান, এক নারীর ব্যাগ ছিনতাই করে মোটর সাইকেলে করে পালাচ্ছিলেন দুই যুবক। এ সংবাদ পেয়ে নগরীর আমতলার মোড়ে তাদের গতিরোধ করা হয়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আটক করে থানায় পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) কবির জানান, নলছিটি উপজেলার শিউলী বেগমের ব্যাগ বান্দ রোড থেকে ছিনতাই করে ছিনতাইকারীরা।
তিনি থানায় এসে তার ব্যাগ দেখে আটক দুই যুবককে ছিনতাইকারী বলে চিহ্নিত করেছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
এমজেড