ঢাকা: দুই বিদেশি নাগরিক হত্যাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির বিষয়ে কূটনীতিকদের ব্রিফিং করবে সরকার।
সোমবার (০৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র বলছে, বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি এবং জাপানের নাগরিক হোসি কোনিও এবং ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা তদন্তের অগ্রগতি সম্পর্কেও তাদের
অবহিত করা হবে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেখানে উপস্থিত থাকবেন।
এরইমধ্যে ব্রিফিংয়ে অংশ নেওয়ার জন্য ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানায়
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।
কূটনৈতিক সূত্র জানায়, সম্প্রতি পরপর দুই বিদেশি নাগরিক হত্যায় নিরাপত্তা উদ্বিগ্নতায় দিন কাটাচ্ছেন কূটনীতিকসহ বিদেশি নাগরিকরা।
কয়েকটি দূতাবাস রীতিমতো ভ্রমণ সতর্কতা জারি করেছে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে কূটনীতিকদের জন্য এই ব্রিফিং আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
জেপি/এমএ