সিলেট: সিলেটে হানিফ পরিবহনের বাস কাউন্টারে অগ্নিসংযোগ ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।
এক সপ্তাহের মধ্যে বৈঠক করে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নির্ধারণ করে ক্ষতিপূরণ দেওয়া ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করে নেন জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা।
সিলেট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ ফলিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক জয়নাল আবেদিন। উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা, মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোশফেক আহমেদ, সিলেট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ ফলিকসহ পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টায় নবীগঞ্জের সৈয়দপুরে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ পলাশের স্ত্রী ও ছেলে এবং এক সেনা সদস্যসহ ৭ জন নিহত হন। এর জের ধরে ওইদিন রাত আড়াইটার দিকে একদল মোটরসাইকেল আরোহী কদমতলী হানিফ কাউন্টারে অগ্নিসংযোগ করে।
পরদিন ঘটনার প্রতিবাদে সভা করে পরিবহন শ্রমিক সমিতি। তারা হানিফ কাউন্টারে অগ্নিসংযোগের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সোমবার পর্যন্ত সময় বেঁধে দেয়।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
এনইউ/আরএম
** মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট