ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বাড্ডায় পিডিবি’র সাবেক চেয়ারম্যানকে জবাই

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
বাড্ডায় পিডিবি’র সাবেক চেয়ারম্যানকে জবাই ছবি : রাজিব /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় বাড়ির ভেতরে প্রবেশ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খিজির খানকে (৬৮) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে বাড্ডা গুদারাঘাট কাইয়ূম কমিশনারের বাড়ির বিপরীতে তার মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।



খিজির খানের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, খিজির খান নক্সাবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকার একজন পীর ছিলেন। তার বাড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যাতায়াত ছিল। ছয়তলা বাড়ির তৃতীয় তলায় তিনি পরিবারের সঙ্গে বসবাস করতেন আর দ্বিতীয় তলায় ছিল তার খানকা শরীফ। দুর্বৃত্তরা দ্বিতীয় তলায় এ হত্যাকাণ্ড ঘটায়।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। আনুমানিক পাঁচ থেকে ছয়জন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, দুর্বৃত্তরা প্রথমে বাসার তৃতীয় তলায় উঠে খিজির খানের সঙ্গে কথা বলে। তিনি তাদের দ্বিতীয় তলায় বসতে বলে নিজেও নেমে যান। এর পরে দুর্বৃত্তদের একটি দল প্রথমে তিন তলায় উঠে তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রী ও ছেলের বউসহ পরিবারের অন্যন্য সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং আসবাবপত্র তছনছ করে। অন্য একটি দল খানকাহ শরিফের তিন গৃহকর্মীর হাত-পা ও চোখ বেঁধে খিজির খানকে জবাই করে পালিয়ে যায়।

হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করা হচ্ছে, তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে বলেও জানান কৃষ্ণপদ রায়।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫ আপডেট সময়: ০০০৪ ঘণ্টা.
এজেডএস/এনএইচএফ/একে/এসজেএ/আইএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।