ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায়  নিহত ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বাসের হেলপারসহ রাজেন্দ্র বর্মন (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৬ অক্টোবর) ভোরে একই স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।



নিহত রাজেন্দ্র  বর্মন গাজীফুর সদর উপজেলার লুটিয়ারচালা গ্রামের জ্ঞান মোহন বর্মনের
ছেলে। তবে নিহত বাস হেলপারের (৩০) নাম পরিচয় জানা যায়নি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের ভবানীপুরে গাজীপুরগামী বাস নিয়ন্ত্রন হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে যায়। এ সময় চাপা পড়ে বাসের হেলপার  (৩০) নিহত হয়। নিহত হেলপারের পরিচয় জানা যায়নি।

তবে ময়না তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এদিকে, ভোর সাড়ে ৭টার দিকে একই স্থানে রাস্তা পারাপারের সময় মাওনাগামী শ্রমিক বহনকারী বাস চাপায় রাজেন্দ্র বর্মন ঘটনাস্থলেই নিহত হন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস আটক হলেও চালক পলাতক রয়েছেন।         

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।