ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে ১ ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে ১ ব্যক্তির মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে বাবলু মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।



তিনি সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ (পাঁচজুম্মা) গ্রামের বাসিন্দা।

গাইবান্ধা সদর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দিনগত রাত ১২টার দিকে সান্তাহার-লালমনিরহাটগামী করতোয়া ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বাড়ির পাশে রেললাইনের ধারে মাছ ধরতে গিয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।