সিলেট: সিলেটে ছেলেধরা সন্দেহে আব্দুল মতিন (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর কালিঘাট সরকারি পাইলট স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মতিন মৌলভীবাজারের সাদিপুর যোগীপুর গ্রামের মোক্তার উল্লাহর ছেলে। বর্তমানে তিনি নগরীর লালদিঘীরপাড় সিটি মার্কেটে লাল মিয়া রেস্টুরেন্টে কাজ করেন।
স্থানীয় সূত্র জানায়, আব্দুল মতিন একটি কোমল পানীয় এনে পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নোমান মাহমুদকে পানীয়টি পান করতে দেন। এ সময় আশপাশে থাকা অন্য শিক্ষার্থীর অভিভাবকরা তাকে জাপটে (আব্দুল মতিন) ধরে বিদ্যালয় আঙ্গিনায় নিয়ে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
অভিভাবকদের অভিযোগ, ওই যুবক কোমল পানীয় পান করিয়ে ছাত্র নোমান মাহমুদকে অপহরণ করতে চেয়েছিল। তাকে হাতেনাতে আটক করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ মজুমদার বাংলানিউজকে বলেন, আসলে লোকটি অপহরণকারী কি-না তা বোঝা যাচ্ছেনা। তবে তাকে এভাবে ছেড়ে দেওয়া যায়না। তাই পুলিশের হাতে সোপর্দ করেছি।
সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে বলেন, ওই যুবককে গণধোলাই দেওয়ায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদে জানা যাবে সে অপহরণকারী বা অজ্ঞান পার্টির সদস্য কি-না।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এনইউ/জেডএস