চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শহীদ আরিফুল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ০৬ ও ০৭ অক্টোবর ৪৪তম গণহত্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে শহীদদের গণকবরে নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ, বিকেলে আলোচনা সভা এবং সন্ধ্যায় মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা আবৃত্তির আসর বসে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলার সাক্ষীরাসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
গণহত্যা দিবস পালন উদযাপন কমিটির আহ্বায়ক ও শহীদ আরিফুল স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান এম.এ. রাকিবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ডা. শামিল উদ্দিন আহম্মেদ শিমুল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেরাজুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিনোদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন।
বাংলাদেশ সময়: ০৩৪৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসএস