ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

পাবনায় সড়ক র্দুঘটনায় আহত আরও একজনের মৃত্যু

ডিস্ট্রিক্টি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
পাবনায় সড়ক র্দুঘটনায় আহত আরও একজনের মৃত্যু

পাবনা: পাবনা-নগরবাড়ী মহাসড়কের আল্লাদীপুরে সড়ক দুর্ঘটনায় আহত আব্দুর রহিম (৬০) নামে আরও এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



আব্দুর রহিমের বাড়ি সুজানগর উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের দূর্গাপুর ঘোষপাড়া গ্রামে।

এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে শ্যালোইঞ্জিন চালিত নছিমন ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে আকবর হোসেন, আব্দুর রহিম, শুকুর আলী ও ওয়াজেদ নামে চারজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আব্দুর রহিমও মারা যান।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।