সিলেট: সিলেটে মুহিবুর রহমান হত্যা মামলার প্রধান আসামি সোহেল ওরফে পাকি সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (০৭ অক্টোবর) দুপুরে নগরীর বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গত ৭ জুন রাত সাড়ে ৮টায় বাগবাড়ি নরশিং টিলা ১৮৩/৩৩ সীমানা প্রাচীর ঘেরা এক প্রবাসীর বাসার দখল নিতে ক্যাডার টিপুর নেতৃত্বে স্থানীয় সাজু, পাকি সোহেল, শামিম, সুমন, মোস্তাকসহ ২৫/৩০ জন অস্ত্রধারী যুবক হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নিহত হন ওই বাসার তত্ত্বাবধায়ক মুহিবুর রহমান (৫৫)।
হত্যাকাণ্ডের ঘটনায় পরদিন নিহতের ছেলে সাইদুর রহমান বাদী হয়ে পাকি সোহেলসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং ৫ থেকে ৬ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে কোতোয়ালি থানায় মামলাটি (মামলা নম্বর-৮(৫)১৫) দায়ের করেন।
বাংলাদেশ সময়:১৪১৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এনইউ/জেডএস