সৈয়দপুর (নীলফামারী): নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন আগামী ২৮ অক্টোবর সৈয়দপুরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বুধবার (০৭ অক্টোবর) জেলা বাস-মিনিবাস মালিক সমিতি সূত্রে এ তথ্য জানা যায়।
ইতোমধ্যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকার বিষয়ে কারো কোনো অভিযোগ থাকলে তা বুধবার বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যাবে।
চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১২ অক্টোবর প্রকাশ করা হবে। একই দিন প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
টিআই