ঢাকা: গৃহ শ্রমিকদের অধিকার সংরক্ষণে আইন প্রণয়নের দাবি জানিয়েছে ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। গৃহ শ্রমিকদের প্রতি মানুষের মনোভাব পরিবর্তন করা প্রয়োজন বলেও অভিমত প্রকাশ করেন সংগঠনটির নেতারা।
বুধবার (০৭ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে গৃহ শ্রমিকদের অধিকার সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
এর আগে প্রেসক্লাবের সামনের একই দাবিতে মানববন্ধন করে সংগঠনটি। এতে গৃহকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা বলেন, অবিলম্বে নির্যাতিত গৃহকর্মীদের সরকারি সহায়তা প্রদান ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মহাসচিব ড. ওয়াজেদুল ইসলাম বলেন, বুয়া নামে নয়, মানুষ হিসেবে তার যে নাম গৃহকর্মীকে সেই নামে ডাকতে হবে। তার প্রাপ্য অধিকার দিতে হবে। এজন্য সচেতন হওয়া ও মনোভাব পরিবর্তন করতে হবে।
ইউনাইটেড লেবার ফেডারেশনের সভাপতি আবুল হোসেন বলেন, গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করে সরকারকে দাবি মেনে নিতে বাধ্য করে। কিন্তু গৃহশ্রমিকদের আন্দোলনের শক্তি নেই। গ্রহশ্রমিকদের জন্যে এখনও দেশে কোনো আইন ও নীতিমালা নেই।
তিনি আরও বলেন, শ্রমিক আন্দোলনকারী নেতারাও এ নিয়ে কিছু করতে পারেননি। আর গৃহশ্রমিকরাও অসচেতন এবং সংগঠিত নয়।
সভাপতির বক্তব্যে ওয়্যারবী ডিএফ সৈয়দ সাইফুল হক বলেন, গৃহশ্রমিকরা যাতে অন্যায় আচারণের শিকার না হয় সেজন্য প্রত্যেক পরিবারে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ।
তিনি প্রশ্ন তুলে বলেন, যে মানুষটি ছাড়া সংসার চলে না, তার কেন কোনো ঘর থাকবে না। ডিজাইনাররা সবার জন্য আলাদা ঘরের ডিজাইন করেন কিন্তু গৃহশ্রমিকদের জন্য ডিজাইনে কেন কোনো ঘর নেই?
আলোচনায় আরও অংশ নেন, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্শেদা আক্তার, ওয়্যারবী ডিভেলপমেন্ট ফাউন্ডেশনের মহাসচিব ফারুক আহমদ, বাংলাদেশে গৃহ শ্রমিক নেটওয়ার্ক অ্যাডভোকেট নজরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসএ/এমজেএফ