সাতক্ষীরা: বেতন বৈষম্য নিরসন করে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাতক্ষীরা সরকারি কলেজ ইউনিট।
বুধবার (০৭ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সভায় সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপাধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, শিক্ষক পর্ষদ সম্পাদক আব্দুল কালাম আজাদ, শিক্ষক পর্ষদের যুগ্ম-সম্পাদক সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম, সহযোগী অধ্যাপক মনিরুল ইসলাম, প্রভাষক আব্দুল গফফার প্রমুখ।
সভায় বক্তারা দ্রুত তাদের দাবি আদায়ের জন্য সরকারের কাছে আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
টিআই