ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
রাজশাহীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর বোয়ালিয়া থানার জামালপুর এলাকায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যর‍া।

বুধবার (০৭ অক্টোবর) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



শফিকুলের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর প্রতাপ হলুদিয়া গ্রামে। তিনি মহানগরীর জামালপুর এলাকায় বসবাস করে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

এতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাবের রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন দল ওই এলাকায় এ অভিযান চালায়। এ সময় আট কেজি গাঁজাসহ শফিকুলকে আটক করা হয়।

পরে সংশ্লিষ্ট আইনে তার নামে মামলা দিয়ে বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।