গাইবান্ধা: গাইবান্ধা থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ রিজু মণ্ডল (২৫) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (০৭ অক্টোবর) সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সামন থেকে তাকে আটক করা হয়।
রিজু মণ্ডল জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ গ্রামের এন্তাজ মণ্ডলের ছেলে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মোটরসাইকেলসহ রিজুকে আটক করে পুলিশ। পরে পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে সিট কভার ও ট্যাংকির ভেতর থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এএটি/এসএইচ