ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বরগুনায় ৪ জেলের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
বরগুনায় ৪ জেলের জেল-জরিমানা

বরগুনা: নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ও পরিবহনের দায়ে বরগুনার পায়রা, বিশখালী ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে এক জেলেকে কারাদণ্ড ও তিন জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত থেকে বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়েছে।



এ সময় পাঁচ লাখ ১৭ হাজার ৫শ’ টাকা মূল্যের ১১ হাজার ১৫০ মিটার জাল ও ১৩৪ কেজি মা ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ।
 
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক বাংলানিউজকে জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মা ইলিশ পরিবহনের দায়ে তিন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন সরকার তাদের আট হাজার টাকা জরিমানা করেন।

এরা হলেন, মো. মনির (২৮) দুই হাজার টাকা, এমাদুল হক (৩৮) ও মো. জলিলকে তিন হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাইল হোসেন বাংলানিউজকে জানান, পায়রা নদী থেকে ইলিশ মাছ শিকার করে তালতলী বাজারে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তালতলী বাজারের ঠংপাড়ায় অবস্থান নিয়ে  ১৬ পিস ইলিশ মাছসহ সবুজ তালুকদার নামে এক জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পায়রা, বিষখালী ও বলেশ্বর নদী থেকে জব্দকৃত সব জাল পুড়িয়ে ফেলা ও জব্দকৃত মা ইলিশ বিভিন্ন লিল্লাহ বোর্ডিং এ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।