কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খানের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল পৌনে ১১টায় ফিলিপনগর হাইস্কুল মাঠে জানাজা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সকাল সাড়ে ৭টায় নিহতের মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আত্মীয়-স্বজন ও তার ভক্তবৃন্দ কান্নায় ভেঙে পড়েন।
পরে সকাল সাড়ে ৯টায় ফিলিপনগর হাইস্কুল মাঠে খিজির খানের মরদেহ নেওয়া হলে হাজার হাজার মুসল্লি ও ভক্তবৃন্দ এক নজর দেখে তাকে শেষ শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, সাবেক সাংসদ আফাজ উদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রী কোরবান আলীসহ পরিবারের সদস্যবৃন্দ। জানাজা শেষে ফিলিপনগর গ্রামের তার নিজ বাড়ির খানকা শরীফ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে খিজির খানের দাফন করা হয়।
সোমবার রাতে ঢাকাস্থ নিজ বাসভবনে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন খিজির খান। দাফন শেষে তার স্বজনরা হত্যাকাণ্ডের তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরএ